টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের বিকল্প নেই: তামিম
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:২২

প্রভাত ফেরী: চট্টগ্রাম জয়ের পর ঢাকা টেস্টেও ক্যারিবীয়রা ভালো খেলছে আর এদিকে ফলোঅন এড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সিরিজের দুই টেস্টেই উইন্ডিজের কাছে বাংলাদেশ দলের এমন অসহায় আত্মসমর্পণে মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
মূলত চট্টগ্রাম টেস্ট হারের পর থেকেই অধিনায়কত্ব নিয়ে সমালোচনা সহ্য করতে হচ্ছে মুমিনুলকে। বোদ্ধা ও সমর্থকদের মতে, সেই টেস্টে বেশ কয়েকটি ভুল করেছেন মুমিনুল। যার মাশুল গুনেছে দল।
দুটি রিভিউ না নেওয়া, ইনিংস ঘোষণা করে দেওয়া, পঞ্চম দিনে প্রথম দুই সেশনে একটি উইকেট না পড়লেও মূল চার বোলারের বাইরে আর কাউকে বোলিংয়ে না আনার সিদ্ধান্তকে ভুল মানছেন তারা। তাছাড়া মুমিনুলের অধীনে টাইগারদের ফিল্ডিংও আক্রমণাত্মক নয় বলে মত দিচ্ছেন কেউ কেউ।
যদিও এমন সব সমালোচনায় মুমিনুলের পাশে দাঁড়িয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের মতে, মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে এখনই অধৈর্য হওয়ার কিছু নেই। ভুল-শুদ্ধ যাই হোক এই মুহূর্তে টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের বিকল্প নেই।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে তামিম বলেন, টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন এগুলো একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক, অনেক কঠিন। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, অধিনায়ক হিসেবে মুমিনুলই উপযুক্ত। মুমিনুলের চিন্তাধারা, পরিকল্পনা ও লাল বলের খেলায় ওর যে মনোযোগ তা আর সবার চাইতে বেশি। আমার মনে হয় না, টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের চেয়ে আর ভালো কেউ আছে।
তবে কী চট্টগ্রাম টেস্টে মুমিনুল কোনো ভুল করেননি?
জবাবে তামিম বলেন, একটা বিষয় আপনাদের সবার মাথায় রাখতে হবে, সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোনো অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত, যতটা সময় যাবে মুমিনুল আরও পরিণত হবে। অনেক ভালো কিছু সে করবে। নেতৃত্বে থিতু হতে মুমিনুলের আরও সময় প্রয়োজন।
সিনিয়র খেলোয়ার হিসেবে মুমিনুলকে মাঠে কোনো পরামর্শ দেন কিনা প্রশ্নে তামিম জানালেন, আমরা অবশ্যই তাকে সাপোর্ট দিতে চাই। যখনই আমাদের কিছু বলার থাকে আমরা বলি তাকে। সেও বিষয়টি ভালোভাবে নেয়। যেটা সঠিক মনে করে গ্রহণ করে। বিষয়টি একজন অধিনায়কের জন্য যা ভালো দিক। সব কথার শেষ কথা, টেস্টে অধিনায়কের জন্য মুমিনুলকেই সবচেয়ে উপযুক্ত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: