শেষ মুহূর্তের গোলে ড্র করলো রিয়াল
প্রকাশিত:
২ মার্চ ২০২১ ১৯:০২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৪:৫৬

প্রভাত ফেরী: সোমবার আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শুরু থেকেই সমান তালে লড়তে থাকে দুই দল। ৫৫ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড পর্তুর গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহুর্তের নিশানাভেদে সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে জিদানের দল।
খেলায় ফিরতে মারিয়া বর্তমান চ্যাম্পিয়নরা মুহুর্মুহু আক্রমণে কাপন ধরায় প্রতিপক্ষ রক্ষণে। রিয়ালের হয়ে শততম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোলে ৮৯ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
বাকি সময় আর গোল না হওয়ায় হারতে বসা ম্যাচে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই ড্রয়ে ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রিয়াল।
সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। আর এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৫৮ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: