আমাদের শাশুড়িদের মা দিবসের শুভেচ্ছা: নেইমার
প্রকাশিত:
১০ মে ২০২১ ২১:১১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:২০

প্রভাত ফেরী: গতকাল রোববার দিনটা ছিল মা দিবস। দিবসটি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাব মা-দের ছবি। মাকে নিয়ে আবেগাপ্লুত কথা লিখে প্রিয় অভিভাবকের মঙ্গল কামনা করেছেন অনেকেই।
কিন্তু দিবসটি উদযাপনে রসিকতা ছড়িয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় নেইমার।
মা দিবসে আর সবার মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমারও।
তবে ইনস্টাগ্রাম স্টোরিতে তার পোস্ট করা ছবিটি ছিল ব্যতিক্রম, যা দেখে বেরসিকও হাসতে বাধ্য হবেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মায়ের পাশাপাশি নেইমার তার সব শাশুড়িকে শুভেচ্ছা জানিয়েছেন!
তিনি লিখেছেন— ‘তোমাদের সবার মা-কে ও আমাদের শাশুড়িদের মা দিবসের শুভেচ্ছা।’
প্রশ্ন উঠতেই পারে— ‘তোমাদের সবার মা’ আর ‘শাশুড়িদের’ বলতে কী বোঝাতে চেয়েছেন নেইমার!
এ প্রশ্নের জবাব ফুটপ্রেমী বলতেই জানা। কারণ খাতাকলমে শাশুড়ি বলতে কেউ নেই নেইমারের। তিনি তো এখনও বিয়েই করেননি। তবে এই বয়সেই একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ইতোমধ্যে। পাপারাজ্জিদের কাছে তাদের সবার নাম-ধাম, ঠিকানা রয়েছে।
এদের অনেকের বিষয়ে নেইমার অস্বীকারও করেননি। তিনি নিজেই বান্ধবীদের সঙ্গে রোমান্সের ছবি পোস্ট করেছেন অনেকবার।
নেইমারের সেসব প্রেমিকার তালিকায় রয়েছেন— ব্রুনা মার্কেজিন, লারিসা মাসেদো মাচাদো, থাইলা আয়ালা, ক্যারোলিনা দান্তাস, বারবারা ইভান্স, ক্যারোল আব্রানচেস, আন্দ্রেসা সুইতা, ক্লোই গ্রেস মোরেৎস, এলিজাবেথ মার্তিনেস, রবের্তা আপ্রাত্তি, লারিসা অলিভিয়েরা, পাত্রিসিয়া জর্দান, মেইরা কার্দি, সারা ভুচেলিক, ক্যারল বেলি, দানিয়েলা কারভালিও, গাব্রিয়েলা লেনজি, নিকোল বালস, নাতালিয়া বারুলিচ, এমিলিয়া মার্নেস, গাবিলি।
অতএব বলাই বাহুল্য এসব নারীর মাকে ‘শাশুড়ি’ সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন নেইমার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: