এবার খেলার মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা


প্রকাশিত:
১৯ মে ২০২১ ২০:৪৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:২০

 

প্রভাত ফেরী: এর আগে এফএ কাপের ফাইনালে চেলসির বিপক্ষে শিরোপা জয়ের পর মাঠে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানি ফিলিস্তিনের পতাকা ওড়ান লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

সেই রেষ না কাটতেই এবার দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবাকেও। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানাতে ফুলহামের বিপক্ষে খেলা শেষে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা। শুধু পগবাই নন, তাকে সমর্থন জানান সতীর্থ আমাদ দায়ালো।

জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল যেমনটা ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন সব সময়, তেমনটা পগবাকেও দেখা যায় ফিলিস্তিনের পক্ষ নিতে।

ম্যানইউর পেইজে একটি ভিডিওতে দেখা যায় ম্যাচ শেষে গ্যালারি থেকে একজন পগবাকে উদ্দেশ্য করে ফিলিস্তিনের পতাকাটি ছুড়েন। সেটি নিয়ে আমাদ দায়ালোকে নিয়ে পতাকাটি ওড়ান পগবা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top