এককভাবে কোপার আয়োজক হচ্ছে আর্জেন্টিনা


প্রকাশিত:
২১ মে ২০২১ ২১:৫১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:২০

 

প্রভাত ফেরী: কলম্বিয়া ও আর্জেন্টিনা মিলে যৌথভাবে আয়োজন করবে এবারের কোপা আমেরিকা এমনটাই কথা ছিল। কিন্তু সেই অধিকার হারাতে চলেছে কলম্বিয়া। এখন এককভাবে কোপার আয়োজক হচ্ছে আর্জেন্টিনা।
গত কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে কলম্বিয়ায়। পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতিও খুব একটা নিয়ন্ত্রণে নেই তাদের। তাই সবধরনের নিরাপত্তার কথা ভেবে কলম্বিয়াকে এবারের আয়োজক দেশ থেকে সরিয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এই সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে এবং শিগগিরই দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।
বিশ্বের কাছে নিজেদের দেশকে নিরাপদ এবং করোনা ঢেউ ঠেকানোর জন্য প্রস্তুত হিসেবে দেখানোর অনেক চেষ্টাই করেছে কলম্বিয়া সরকার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা থামা কিংবা করোনা পরিস্থিতি উন্নতির কোনো ছাপ তারা দেখাতে পারেনি।
তাই শুধু আর্জেন্টিনায় হবে এবারের কোপা আমেরিকা। শিগগিরই টুর্নামেন্টের ভেন্যুসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করে জানিয়ে দেয়া হবে। আগামী ১৪ জুন চিলি ও আর্জেন্টিনার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top