নতুন মৌসুমেও বার্সেলোনার কোচের দায়িত্বে রোনাল্ড কোম্যান


প্রকাশিত:
৪ জুন ২০২১ ২১:৪০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:২০

 

নতুন মৌসুমেও রোনাল্ড কোম্যানই বার্সেলোনার কোচের দায়িত্বে থাকছেন।  বৃহস্পতিবার ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে ‘খোলামেলা’ আলোচনা হয়েছে কোম্যানের। এরপর লাপোর্তা নিশ্চিত করেছেন কোম্যানের থেকে যাওয়ার বিষয়টি।

কোম্যানের সঙ্গে বার্সার চুক্তি ২০২২ সাল পর্যন্ত। তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছিল, কোম্যানের চাকরি সুতোয় ঝুলছে। শেষ পর্যন্ত এ দফায় টিকে গেলেন ডাচ কোচ।

পরের মৌসুম শুরুর আগে কোম্যানকে ছেঁটে ফেলবে বার্সা- সেই জল্পনা শুরু হয়েছিলো। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটালেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।  

জানালেন পরের মৌসুমে কোচ হিসেবে রোনাল্ড কোম্যানই থাকছেন কাম্প ন্যুয়ে। তাকে বাদ দিয়ে মেসিদের নতুন কোনো ওস্তাদ নিতে আগ্রহী নয় ক্লাব বার্সা।

এক বোর্ড মিটিংয়ের পর বার্সা সভাপতি বলেন, গত মৌসুম শেষ হওয়ার পর আমরা যে মূল্যায়নের কথা বলেছিলাম, সেটি করা হয়েছে। ফলপ্রসূ বোর্ড মিটিং হয়েছে। আমরা সন্তুষ্ট। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে— রোনাল্ড কোম্যানই থাকছেন। চুক্তির শর্ত অনুযায়ী কোম্যানকে কাজ চালিয়ে যেতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলোচনা যেভাবে এগিয়েছে, তাতে পরস্পরকে জানতে এই সময়টা আমাদের জন্য খুব দরকার ছিল। আমরা নিজেদের মধ্যে খোলামেলা কথা বলেছি।

উল্লেখ্য, কোপা দেল রের শিরোপা জয় ছাড়া আর কোনো প্রাপ্তি জমা পড়েনি এবার বার্সার ঝুলিতে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে মেসিদের। লা লিগায় কোনোমতে তৃতীয় হয়ে মান বাঁচিয়েছে দলটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top