টাইগার শিবিরে দুঃসংবাদ
প্রকাশিত:
২৩ জুন ২০২১ ২১:৩৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৮:২৫

প্রভাত ফেরী: আগামী মঙ্গলবার জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে সফরের ঠিক এক সপ্তাহ আগে দুঃসংবাদ টাইগার শিবিরে।
বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চোটের কারণে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন আবাহনীর এই অধিনায়ক।
সোমবার সুপার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আবাহনীর ম্যাচে কিপিং করার সময় ফিল্ডারের থ্রো সরাসরি মুশফিকের আঙুলে লাগে। পরে স্ক্যানে তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুশফিককে আমরা এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছি। আশা করি তার সেরে উঠতে বেশি সময় লাগবে না। এক সপ্তাহ পর তার চোট পর্যালোচনা করব। এরপর ঠিক করা হবে পরবর্তী করণীয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: