ইয়াং কিয়ান পেলেন অলিম্পিকের প্রথম স্বর্ণ


প্রকাশিত:
২৪ জুলাই ২০২১ ২১:২৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:০০

 

প্রভাত ফেরী: আজ থেকে শুরু হয়ে গেল টোকিও অলিম্পিকের মেডেল রাউন্ড। এর আগে শুক্রবার উদ্বোধন হয় অলিম্পিক আসর।

আজ শুরু হওয়ার পর প্রথম স্বর্ণ নিয়ে গেলেন আসরের অন্যতম ফেবারিট দেশ চীনের ইয়াং কিয়ান।

শনিবার সকালে আসাকা শ্যুটিং রেঞ্জে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন ইয়াং কিয়ান।

ফাইনাল রাউন্ডে ২৫১.৮ পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন কিয়ান।

এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন কিয়ানের স্বদেশি আনাস্তাসিয়া গালাশিনা ও ব্রোঞ্জপদক পেয়েছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top