টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল ওমানে যেতে প্রত্যাশী


প্রকাশিত:
৬ আগস্ট ২০২১ ২১:২৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২১:৪৪


প্রভাত ফেরী: আয়োজক ভারত কিন্তু আসর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে অন্তত সপ্তাহখানেক সময় নিয়ে ওমানে গিয়ে ঘাঁটি গাড়তে চায় বাংলাদেশ ক্রিকেট দল। এর পেছনে যথেষ্ট কারণ বিদ্যমান। মূল পর্ব শুরুর আগে আট দলকে নিয়ে হবে প্রথম রাউন্ড। যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি।
আর স্বাগতিক ওমানের গ্রুপে থাকায় এই রাউন্ডে বাংলাদেশের সব ম্যাচ হয়তো খেলতে হবে ওমানেই। বিষয়টি আমলে নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ওমানে অন্তত এক সপ্তাহের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে, সেই পরিকল্পনাকে এগিয়ে নিতে ওমান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করেছে বিসিবি।
এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘এখনও পর্যন্ত এটি স্রেফ আলোচনার পর্যায়েই রয়েছে। কিছুই চূড়ান্ত নয়। তবে যেটি চাচ্ছি, তাতে ওমান ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদী আমরা। শিগগিরই জবাব দেবে ওমান ক্রিকেট বোর্ড।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top