মেসিকে তুলে নেওয়ার কারণ জানালেন পচেত্তিনো
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৮
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৩২

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক লিওঁর বিপক্ষে ১-১ থাকা অবস্থায় ৭৬ মিনিটে লিওনেল মেসিকে তুলে নিয়ে মাঠে নামানো হয় আশ্রাফ হাকিমিকে। কোচের সিদ্ধান্তে মেসির চেহারায় অখুশি ফুটে উঠে আর এতেই জন্ম নিয়েছে নানা ধরণের মন্তব্য। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে মাঠ থেকে তুলে নেওয়ায় পিএসজি কোচের সমালোচনা করেছেন অনেকেই। ম্যাচ শেষে মেসিকে তুলে নেওয়া কারণ জানিয়েছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো।
মেসির স্বদেশি এই কোচ বলেন, ‘সবাই জানে যে, আমাদের ৩৫ জনের স্কোয়াডে দুর্দান্ত সব ফুটবলার আছে। এর মধ্যে মাত্র ১১ জন একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই। মেসিকে তুলে নেওয়ার সিদ্ধান্তটা আমরা নিয়েছি যাতে ভবিষ্যতে সম্ভাব্য চোটের ঝুঁকি কমে।’
মেসি অসন্তুষ্ট নয় বরং ভালো আছে দাবি করে পচেত্তিনো বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে (মেসি) কেমন বোধ করছে। সে বলল, ঠিকঠাক আছে। এটিই ছিল আমাদের কথোপকথন।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: