১০ মাস পর টেস্টে সাকিবের উইকেট
প্রকাশিত:
১৬ মে ২০২২ ২০:১২
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৩:১৭

গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। যদিও মিরপুরে সেই ম্যাচে এক ইনিংসে ১৯ ওভার বোলিং করে উইকেট পাননি।
গতকাল চট্টগ্রামে সাগরিকায় ৩৬তম ওভারে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা পোশাকে বোলিংয়ে ফিরেন সাকিব। লাঞ্চের পর বোলিং করলেও উইকেটের দেখা পেয়েছেন চা বিরতির পর। ইনিংসের ৬৬তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করেন সাকিব। ধনঞ্জয়া ফেরেন ৬ রানে।
প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে এই লঙ্কান ব্যাটসম্যানকে ফেরায় বাংলাদেশ। এর মধ্য দিয়ে টেস্টে ১০ মাস পর উইকেট পেলেন সাকিব। টেস্টে সর্বশেষ উইকেট পেয়েছিলেন গত বছর জিম্বাবুয়ে সফরে। হারারেতে জুলাই মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্টের চতুর্থ দিনে তার শিকার হয়েছিলেন স্বাগতিকদের ওপেনার কাইতানো। সাত রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েছিলেন তিনি। লাল বলের ক্রিকেটে সাকিবের ২১৫তম শিকার ছিলেন কাইতানো। গতকাল চট্টগ্রামে ২১৬তম শিকার হলেন ধনঞ্জয়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: