ফিনালিস্সিমা জয়ে উচ্ছ্বসিত লিওনেল মেসি
প্রকাশিত:
২ জুন ২০২২ ১৯:৪৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৩:৩১

‘এটা আর্জেন্টিনাময় সুন্দর ফাইনাল ছিল। আমরা যা অনুভব করেছি, তা এক কথায় চমৎকার। আমরা জানতাম, এটি আকর্ষণীয় খেলা হতে চলেছে। আমরা জানতাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ হবে। আমরা যে কারো বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আজ শক্ত পরীক্ষা ছিল। কারণ ইতালি দুর্দান্ত দল।’
ইতালির বিপক্ষে ফিনালিস্সিমা জয়ের পর এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন লিওনেল মেসি।
গোল না পেলেও মেসি ছিলেন অপ্রতিরোধ্য, দুর্বার গতি নিয়ে বারবার বল নিয়ে ছুটেছেন। নিয়েছেন ৮টি শট, যার ভেতর ৪টি লক্ষ্য বরাবর ছিল। ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার প্রাচীর হয়ে না দাঁড়ালে একাধিক গোল পেতেই পারতেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এলএম টেন।
আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সের মূল্যায়ন করে উয়েফার কারিগরী পর্যবেক্ষক প্যানেল বলেছে, ‘তিনি শুরু থেকে শেষ পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি লৌতারো মার্টিনেজকে সহায়তা করতে এবং তার সতীর্থদের জন্য আরও সুযোগ তৈরি করতে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছেন। তার নিজের গোল করতে না পারা ছিল দুর্ভাগ্যজনক।’
আলবিসেলেস্তেদের জয়ে ভূমিকা রাখা আরেক ফুটবলার ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজও জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ২৮ মিনিটে জিওভান্নি ডি লরেঞ্জোকে গতির লড়াইয়ে হারিয়ে দৌড়ে বল নিয়ে ছুটে যান লিওনেল মেসি। তিনি গোলমুখে বল বাড়ানোর পর সেখানে ওঁত পেতে থাকা ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজে ডান পায়ের টোকায় অনায়াসে বল জড়িয়ে আলবিসেলেস্তেদের লিড এনে দিয়েছিলেন।
মার্টিনেজ বলেন, এমন জয় অমূল্য। সবকিছু যেভাবে ঘটেছে, ‘দলবদ্ধ হয়ে আমরা যেভাবে খেলেছি, তাতে আমরা মহা আনন্দিত। বিশ্বকাপের আগে এখনও বেশ কয়েক মাস বাকি আছে এবং আমরা জানি আমাদের কিছু বিষয় সংশোধন করতে হবে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: