এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৯ জুন ২০২২ ২০:০৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৩:০৭

 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ১৩ বল হাতে রেখেই পৌঁছে যায় অজিরা। ফলে এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ফিঞ্চবাহিনী।

মামুলি রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৯৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।

সেখান থেকে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নোঙর করার ম্যাথু ওয়েড ও জাই রিচার্ডসন। ওয়েড ২৬ বলে ২৬ ও রিচার্ডসন ২০ বলে ৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফিঞ্চ ২৪, ওয়ার্নার ২১ ও ম্যাক্সওয়েল ১৯ রান করেন।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন তিনে নামা চারিথ আসালাঙ্কা। কুসল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৬ রান। অধিনায়ক দাসুন শানাকা করেন ১৪ রান।

ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারেননি অজি পেসার মিচেল স্টার্ক। তাঁর জায়গায় দলে এসে দুর্দান্ত বোলিং করেছেন জাই রিচার্ডসন। ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার কেন রিচার্ডসন। ৩০ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের শিকার দুই উইকেট।

ম্যাচসেরা হয়েছেন ম্যাথু ওয়েড। উল্লেখ্য যে, দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top