টাইগারদের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা


প্রকাশিত:
২০ জুলাই ২০২২ ১৯:৫৩

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৭:৫০

 

 

উইন্ডিজ সফর থেকে এখনো দেশেই ফিরেননি বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করে দিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ওই সিরিজে বলতে গেলে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে টাইগাররা। আজ মঙ্গলবার ঘোষিত সূচিতে দেখা যাচ্ছে, ২৬ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।

এই যাত্রায় তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ আর জিম্বাবুয়ে। সফর শুরু হবে টিটোয়েন্টি সিরিজ দিয়ে। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এরপর ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।

উইন্ডিজ সফর থেকে আগামী ২০ ও ২১ জুলাই ক্রিকেটারদের দেশে ফেরার কথা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরবেন ২২ জুলাই। উল্লেখ্য, এই সফরে উইন্ডিজকে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে ধোলাই করেছে বাংলাদেশ। তবে এর আগে টেস্টে ধোলাই এবং টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে। একটি টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top