ওয়ানডে বোলার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন জসপ্রিত বুমরাহ
প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ১৯:১৫
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৬:৪২
ওয়ানডে বোলার র্যাংকিংয়ের শীর্ষে এক সপ্তাহের বেশি থাকতে পারলেন না জসপ্রিত বুমরাহ। ভারতের এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন। পরের ম্যাচেও নেন দুটি উইকেট। বুমরাহ খেলতে পারেননি তৃতীয় ও শেষ ম্যাচে।নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা যায়, শীর্ষস্থান হারিয়েছেন বুমরাহ!
নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ফের শীর্ষস্থান দখল করেছেন। বোল্টের রেটিং পয়েন্ট ৭০৪, আর বুমরাহর ৭০৩। তিনে রয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ রয়েছেন ছয় নম্বরে।
সেরা দশের অন্য বোলাররা হলেন- জস হ্যাজেলউড (৪), মুজিব উর রহমান (৫), ম্যাট হেনরি (৭), মোহাম্মদ নবী (৮), ক্রিস ওকস (৯) ও রশিদ খান (১০)। ভারতের যুজবেন্দ্র চাহাল চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: