দুই বিশ্ব রেকর্ডে পর্দা নামল বিশ্ব অ্যাথলেটিক্সের


প্রকাশিত:
২৬ জুলাই ২০২২ ১৮:৪৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৬:৪০

 

এর চেয়ে ভালোভাবে শেষ আর হতে পারে না। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পর্দাটা নামলে আরমান্ড ডুপ্লান্টিসের বিশ্ব রেকর্ড গড়ার মাধ্যমে। পোল ভোল্টে এই সুইডিশ অ্যাথলেট ক্রমশই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এবার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ২১ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। যা আগের রেকর্ডের চেয়ে ১ সেন্টিমিটার বেশি। ৫ দশমিক ৯৪ উচ্চতায় লাফিয়ে রৌপ্য জিতেন যুক্ত রাষ্ট্রের ক্রিস নিলসেন। ব্রোঞ্জ জিতে ফিলিপাইন্সকে প্রথম পদক এনে দেন আর্নেস্ট জন ওবিনা।

গত মার্চে সার্বিয়ার বেলগ্রেডে আগের রেকর্ডটা অবশ্য নিজেই গড়েছিলেন ডুপ্লান্টিস। এনিয়ে টানা পাঁচ বার বিশ্ব রেকর্ড গড়লেন তিনি এবং গত পাঁচ মাসে তৃতীয় বার। তবে একটি ক্ষেত্রে এই বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের ক্যারিয়ারে অনন্য জায়গা নিয়ে থাকবে। কেননা বিশ্ব অ্যাথলেটিকসে এবারই যে প্রথম স্বর্ণ জিতেছেন এই ২২ বছর বয়সি। ২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত গত আসরে রৌপ্য জিতেই সন্তুষ্ট হতে হয়েছিল।

তাই এবার পণ করে এসেছিলেন বিশ্ব রেকর্ড হোক বা না হোক স্বর্ণ তার চাই-ই চাই। ডুপ্লান্টিস বলেন, ‘আসলে, আমি আজ (কাল) রেকর্ড নিয়ে খুব একটা ভাবিনি। খুব করে চেয়েছিলাম স্বর্ণ জিততে। আমার কাছে কেবল এই মেডেলটাই ছিল না। তা দারুণভাবে করতে পেরে খুবই স্পেশাল লাগছে। আমি এরজন্য খুবই কৃতজ্ঞ।’

ডুপ্লেন্টিসের আগে ১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েন নাইজেরিয়ার টবি আমুসান। সেমিফাইনালে মাত্র ১২ দশমিক ১২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ফাইনালে গিয়েও ছাড়িয়ে যান সেই টাইমিং। কিন্তু ১২ দশমিক ০৬ সেকেন্ডে দৌড় শেষ করেও বিশ্ব রেকর্ড গড়া হলো। বাতাসের গতিবেগ বেশি থাকায় তার টাইমিং বাতিল করা । তবে বিশ্ব রেকর্ডের চেয়ে সোনা জেতাটা মুখ্য ছিল আমুসানের কাছে, ‘নিজের ক্ষমতার ওপর বিশ্বাস ছিল। এই প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়ে ফেলব তা কখনো ভাবিনি। লক্ষ্য ছিল স্বর্ণ জেতা... বিশ্ব রেকর্ড গড়াটা বোনাস।’

এদিকে ১৩ স্বর্ণ, ৯ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করেছে আয়োজক যুক্তরাষ্ট্র। ৪ স্বর্ণ, ৪ রৌপ্য ও ২ ব্রোঞ্জসহ ১০টি পদক নিয়ে এর পরেই রয়েছেন ইথিওপিয়া। তাদের সমান ১০টি পদক থাকলেও মাত্র দুটি করে স্বর্ণ জিতেছে জ্যামাইকা ও কেনিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top