ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০
প্রকাশিত:
২৮ জুলাই ২০২২ ১৮:৫৬
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৭:৫০

সাফের শুরুটা হল দারুণ। শ্রীলঙ্কাকে হারানোর পর স্বাগতিক ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। শুক্রবার মালদ্বীপকে হারিয়ে ফাইনালের দিকে আরও এগিয়ে যেতে চায় লাল-সবুজের দল।
বুধবার ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। প্রথম ম্যাচেই হেরে তৃতীয় স্থানে ভারত, চতুর্থ শ্রীলংকা এবং মালদ্বীপ পঞ্চম স্থানে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল ফাইনালে লড়বে।
ফাইনাল খেলার হাতছানি দিলেও টানা ম্যাচ খেলায় ফুটবলারদের ক্লান্তি নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচ পল থমাস স্মলি। ভারতের বিপক্ষে জয়ের পর স্মলি বলেছেন,'এখানে আসার আগে আমরা প্রতিপক্ষে নিয়ে নিয়ে গবেষণা করেছি। ওদের নিয়ে অনেক বিশ্লেষণ করেছি। আমার মনে হয়, সব বিভাগেই আমাদের যথেষ্ট গভীরতা রয়েছে। একদিন পরপর ম্যাচ খেলা আমি মনে করি খুব, খুব কঠিন। মালদ্বীপ ম্যাচের আগে ছেলেদের বিশ্রামের সুযোগ দিতে হবে। আশা করি সব পরিকল্পনা মতোই এগোবে। ইনশাল্লাহ আমরা ফাইনালে থাকব। '
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: