ম্যানচেস্টার ইউনাইটেডকে চুক্তি বাতিলের অনুরোধ রোনালদোর


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ০২:৪৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৭:৪৫

 

দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা পর্তুগিজ এই তারকার। তবে নতুন কোনো গন্তব্যে এখনো খুঁজে পাননি তিনি। তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন পাঁচ বারের এই ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চেয়েছিলেন রোনালদো। যে কারণে ক্লাবকে জানিয়ে রাখে, ভাল প্রস্তাব এলে যেন তাঁকে যেন ছেড়ে দেয়া হয়। কিন্তু কোনো ক্লাব থেকেই তেমন প্রস্তাব আসেনি। কোনো বড় দলই তাঁকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি।

ইংলিশ পত্রিকা ডেইলি মেইল বলছে, রোনালদো এজেন্ট জর্জ মেন্দেজ জানিয়েছেন, রোনালদোকে যেন এই চুক্তি থেকে মুক্তি দেয়া হয়। এতে আগামী মৌসুমে সে চ্যাম্পিয়নস লিগে খেলা কোনো একটি দলে যোগ দিতে পারবেন।

ইংলিশ ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে তিনি ৩ লাখ ৬০ হাজার ইউরো বেতন পান তিনি। ক্রিস্তিয়ানো রোনালদো এই চুক্তিটাই বাতিলের অনুরোধ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে।

অবশ্য রোনালদোকে ছাড়তে নারাজ ম্যানচেস্টার ইউনাইটেড। তাঁকে দলে ধরে রাখতে চান এরিক টেন হাগ। কিন্তু রোনালদো খুঁজে নিতে চান নতুন ঠিকানা। তবে সেই ঠিকানা কোথায় সেটা যেন এখন ধোঁয়াশা হয়ে আছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top