নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড ও জার্মানি


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ১৭:১৬

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৬:৩৫

 

নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড ও জার্মানি। আগামী রবিবার (৩১ জুলাই) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। স্বাগতিক ইংল্যান্ড প্রথমবারের মতো ইউরো শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছে। অন্যদিকে, নবম শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামবে জার্মানরা।

এর আগে গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে সুইডেনকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন জার্মান স্ট্রাইকার আলেকজান্দ্রা পপ। এর মধ্য দিয়ে চলতি টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ৬ গোল নিয়ে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।

সামন ম্যাচে ৬ গোল করেছেন ইংল্যান্ড ফরোয়ার্ড বেথ মিড- এরও।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top