আকাশ ছোঁয়া দামে আন্তোনিকে কিনতে রাজি হয়েছে ম্যানইউ
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ১৬:৫৮
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৬:৪২

দুই বছরেই দাম বেড়েছে পাঁচ গুণের বেশি। ২০০০ সালে ১৯ মিলিয়ন ইউরোয় সাও পাওলো থেকে আন্তোনিকে কিনেছিল আয়াক্স। ব্রাজিলের এই উইঙ্গারকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করছে ১০০ মিলিয়ন ইউরো! বিবিসি ও ইএসপিএন জানাচ্ছে আকাশ ছোঁয়া দামে আন্তোনিকে কিনতে রাজি হয়েছে ম্যানইউ।
৯৫ মিলিয়ন ইউরো নগদ পাবে আয়াক্স আর ৫ মিলিয়ন ইউরো পেতে পারে বোনাস থেকে। ৪৮ ঘন্টার মধ্যে ম্যানইউতে মেডিক্যালও হয়ে যাওয়ার কথা তাঁর। চুক্তি সম্পন্ন হলে প্রিমিয়ার লিগ ইতিহাসে যৌথ চতুর্থ সর্বোচ্চ দামি ফুটবলার হবেন আন্তোনি।
২২ বছর বয়সী আন্তোনি আয়াক্সে ৮২ ম্যাচে গোল করেছেন ২৫টি। অ্যাসিস্ট ২২টি। ১১ চ্যাম্পিয়নস লিগে অবদান রেখেছেন ৭ গোলে। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে লক্ষ্যভেদ ২ বার। তাঁর হাত ধরে কি খারাপ সময়টা পেছনে ফেলতে পারবে ম্যানইউ?
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: