হকির মাঠেও নাম লেখালেন সাকিব


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ০১:১৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:১২

 

বাংলাদেশের হকিতে প্রথমবারের মতো বসতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে আজ। সেই অনুষ্ঠানে হাজির হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানও। তার ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট হকির এই টুর্নামেন্টের অন্যতম এক ফ্র্যাঞ্চাইজি।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে এসিই'র আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানেই উপস্থিত হয়েছেন টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজির মালিকরাও।

ক্রিকেটের তারকা সাকিব ছাড়াও অনুষ্ঠানে যেন পুনর্মিলনী হয়েছে বাংলাদেশ হকির সাবেক তারকাদের। প্রতাপ শঙ্কর হাজরা থেকে শুরু করে আব্দুস সাদেক, রফিকুল ইসলাম কামালদের মতো কিংবদন্তিদের একত্রে হাজির করেছে এই অনুষ্ঠান।

ক্রিকেটের বিপিএলের আদলে হতে যাওয়া হকির এই টুর্নামেন্ট দিয়ে দেশের হকিতে নবজাগরণ আনার চেষ্টা করছে হকির কর্তারা। এদিকে, সাকিবের ক্রিকেটের পাঠ প্রাপ্তি ছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। সেখানে ক্রিকেট বাদেও অন্য খেলার খেলোয়াড়দের সঙ্গেও সম্পর্ক গড়ে উঠেছিলো তার। এখন সে তার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে অন্যান্য খেলাকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নাম লিখিয়েছে হকির এই ফ্র্যাঞ্চাইজি লিগে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top