বিশ্বকাপ খেলা হচ্ছে না পল পগবার
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৪
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২০:০০

অবশেষে অস্ত্রোপচার করতেই হলো পল পগবার হাঁটুতে। আর এতেই শঙ্কায় পড়ে গেলো এই ফরাসি তারকার কাতার বিশ্বকাপে অংশগ্রহণ।
গত জুলাইতে ২৯ বছর বয়সী পগবার ডান হাঁটুর মেনিসকাসে (হাঁটুর জয়েন্টের মধ্যে তন্তু বিশেষ) চট পেয়েছিলো। প্রাথমিক ভাবে জানানো হয়েছিলো, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আপাতত পগবার কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে গত রোববার জুভেন্টাসের অনুশীলনে ফেরার পরও হাঁটুতে ব্যাথা অনুভব করলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন পগবা। সোমবার রাতেই অস্ত্রোপচার করা হয় তার হাঁটুতে। অস্ত্রোপচার সফলই হয়েছে। তবে বেশ কিছু পরীক্ষার পর দেখা যায় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার দুই মাসের বেশি সময় লাগবে।
জুভেন্টাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃবিতে বলা হয়েছে, ‘সোমবার সন্ধ্যায় পগবার হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। জুভেন্টাসের চিকিৎসক লুকা স্টিফানির উপস্থিতিতে এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন বিশিষ্ট সার্জন অধ্যাপক রবার্তো রোসি।’
অস্ত্রোপচারের পর জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি নিজেই শঙ্কা প্রকাশ করেছেন পগবার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে। তিনি বলেন, ‘জুভেন্টাসকে অবশ্যই বাস্তবতা মেনে নিতে হবে। সে (পগবা) সম্ভবত সামনে জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না।’
২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন পগবা। তাকে বিশ্বকাপে না পেলে বেশ বড় ক্ষতিই হয়ে যাবে ফ্রান্সের। এদিকে গত মৌসুমের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে আসা পগবা এই মৌসুমে দলের হয়ে এখনও মাঠে নামতে পারেননি এই চোটের জন্যই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: