চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে দুই রেকর্ড মেসির


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৪

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২১:০২

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফা। হাইফার ঘরের মাঠে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেরা।

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল হাইফা। ২৪তম মিনিটে দলটির হয়ে গোল করেন চেরি।


১৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান লিওনেল মেসি। সমতা নিয়েই বিরতিতে যায় দুদল।

বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে মেসির দুর্দান্ত পাসে গোল করেন এমবাপ্পে, পিএসজি এগিয়ে যায় ২-১ গোলে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে মার্কো ভেরাত্তির পাসে গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন নেইমার।

'এইচ' গ্রুপে এটি পিএসজির টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে জুভেন্তাসকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২-১ গোলে হারিয়েছিল তারা।

হাইফার বিপক্ষে গোল করেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে নতুন এক রেকর্ড গড়লেন মেসি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৯টি দলের বিপক্ষে গোলের রেকর্ড এখন আর্জেন্টাইন তারকার। রোনালদোর গোল ৩৮টি দলের জালে। এদিন, আরো একটি রেকর্ড গড়েছেন মেসি। টানা ১৮টি চ্যাম্পিয়নস লিগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top