রোনালদোর গোলে ইউরোপা লিগে প্রথম জয়ের দেখা ইউনাইটেডের
প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২২ ০১:৪০
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:১৪

মেসি-রোনালদোতে এখনো বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব, যেখানে গতকাল চ্যাম্পিয়নস লিগে মেসির গোলে সমতায় এসেছিলো পিএসজি, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে দলের জন্য কোনো অবদান রাখবেন না তা কি হয়, দু‘জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে এখনো বিদ্যমান। হয়তো এ কারণেই রোনালদোর গোলেই ইউরোপা লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ই-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিমব্রু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো শেরিফ ও ম্যানচেস্টার ইউনাইটেড। সানচো ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-০ ব্যবধানে সহজ জয় পায় তারা। ম্যাচের শুরু থেকেই বল ও পজিশন ডোমিনেট করছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন সাঞ্চো।
ভারানে ও মার্টিনেজের কল্যাণে ইউনাইটেডের ডিফেন্স লাইন ছিল খুবই সলিড। এই ডিফেন্স লাইনের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেনি শেরিফ। ফার্স্ট হাফে শট নিয়েছে মাত্র দুটি। গোল পোস্টের নিচে তাই অনেকটাই নির্ভার ছিলেন গোলকিপার ডেভিড ডি গিয়া। তবে দলগতভাবে ভালো না খেললেও শেরিফের প্লেয়ারদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো বেশ স্ট্রং। রাশিদ ও উত্তারা আলো ছড়ানোর চেষ্টা করেছেন। আর ডিফেন্ডার কিকির কথা তো উল্লেখ করতেই হবে। এই ডিফেন্ডার নিজের সেরা ফর্মে না থাকলে হয়তো প্রথমার্ধেই ৪-০ তে লিড নিতে পারত ইউনাইটেড।
অন্যদিকে, ইউনাইটেডের প্লেয়ার এন্থনি দলের হয়ে বেশ কিছু চান্স ক্রিয়েট করেছেন। এন্থনির বাড়িয়ে দেয়া বল থেকে ব্রুনো ফার্নান্দেজ ইজি চান্স মিস না করলে ইউনাইটেড হয়তো আরো বেশি গোলে এগিয়ে থাকত। প্রথমার্ধের সবটুকু আলো অবশ্য নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিজনের প্রথম গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ তারকা। এছাড়া, ইউনাইটেডও ২-০ গোলের লিড পায়, এতেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের।
দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের খেলা ছিল বলতে গেলে এভারেজ। তবে শেরিফের রাশিদ-উত্তারারা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেনি। ইউনাইটেডের হয়ে ক্যাসিমিরো দেখিয়েছেন কেন পুরো ট্রান্সফার সিজনে ডি ইয়ংয়ের মতো একজন মিডফিল্ডারের পেছনে ছুটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ডি ইয়ং না এলেও তার অভাব পূরণ করছেন ক্যাসিমিরো। এরপর আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। আর ব্রুনো ফার্নান্দেজের ক্যাপ্টেন্সি তে পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। এই জয়ে দু’ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রুনো-রোনালদোর দল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: