ইনজুরিতে চিন্তা নেই অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:১০

 

 

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ট্রফি নিজেদের দেশের রেখে দিতে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তাদের ওপর প্রত্যাশার চাপও আছে। কিন্তু দলটির সমস্যা হলো একাধিক ক্রিকেটারের চোট।


সদ্য ভারতে টি-টোয়েন্টি সিরিজ হারা অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড অবশ্য খুব একটা চিন্তিত নন। কারণ তার হাতে অনেক বিকল্প আছে।

ম্যাকডোনাল্ড বলেছেন, 'আমাদের দুই ক্রিকেটারের ইনজুরি আছে। বিশ্বকাপের আগে এটা একটু উদ্বেগের। মূল দলের কোনো ক্রিকেটারকে কেউ হারাতে চায় না। অবশ্য আমাদের দলে যথেষ্ট গভীরতা আছে। সেই গভীরতা দিয়ে যে কারও অভাব পূরণ করা সম্ভব। বিশ্বকাপের দলের ১৫ জনের মধ্যে কেউ চোটে পড়লেও আমরা গভীরতা দিয়ে সেটা ঢেকে দিতে পারব। '

ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও চিন্তিত নন ম্যাকডোনাল্ড। বরং ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ক্যামেরন গ্রিন যেভাবে দায়িত্ব সামলেছে, তাতে তিনি উচ্ছ্বসিত। অজি কোচ বলেছেন, 'ভারতে আসার আগে যখন পরিকল্পনা করছিলাম, তখনই গ্রিনের দক্ষতার কথা মাথায় ছিল। সে ইনিংস শুরুর চ্যালেঞ্জটা নিয়েছে। আমরা তাকে বলেছিলাম ব্যাটিং অর্ডারের শুরুতে গিয়ে নিজেকে মেলে ধরতে। তারপর আমরা সবাই দেখলাম গ্রিন কী করতে পারে। '


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top