বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন তারকা ফুটবলার হামজা


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ০০:০৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২০:০০

 

বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন লাল-সবুজ জার্সি গায়ে খেলবেন লিস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের সমর্থকদের হতাশ না করে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে, কিছু সময় চেয়েছিলেন হামজা।

কিন্তু এবার বাবা গোলাম মোর্শেদ চৌধুরীর ইচ্ছেতে আর দেরী করতে চান না এই ফুটবলার। তার বাবা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন হামজা।

বাংলাদেশের হয়ে খেলা প্রসঙ্গে হামজা গণমাধ্যমকে জানান, ‘শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চাই আমি। আমার বাবার খুব আগ্রহ আমি বাংলাদেশের জার্সিতে খেলি। এরইমধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছেন আমার বাবা। আলোচনাও হয়েছে দুই পক্ষের মাঝে। আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হবো। নভেম্বরে বাংলাদেশে আসার ইচ্ছা আছে আমার।’

ইংল্যান্ডে বসেও হামজা খবর রাখেন বাংলার ফুটবলের। বাংলার বাঘিনীদের সাফ জয়ের গল্পটাও জানা আছে তার। এছাড়াও তিনি নিয়মিত দেখেন জামাল ভূঁইয়াদের ম্যাচের হাইলাইটস।

বর্তমানে লিস্টার সিটি থেকে ধারে আরেক ইংলিশ ক্লাব ওয়াটফোর্ডে হয়ে খেলছেন হামজা চৌধুরী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top