টাইগারদের শেষ প্রস্তুতির আশাও ভেসে গেলো বৃষ্টিতে


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০১:৩৪

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:১০

 

বৃষ্টির পানিতেই ভেসে গেলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি। বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে দুই দলের সামনে এটিই ছিলো নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচটিই হয়েছে পরিত্যক্ত।

বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের দলের। তবে ব্রিসবেনের আকাশের বেরসিক বৃষ্টি মাঠ গড়াতে দেয়নি একটি বলও, এমনকি হয়নি টসও।

প্রোটিয়াদের বিপক্ষে আজকের ম্যাচে বৃষ্টি হতে পারে, এমন শঙ্কা ছিল আগের থেকেই। শেষ পর্যন্ত বৃষ্টি এতোটাই বেশি হলো যে প্রস্তুত করা যায়নি মাঠই। যার ফলে টসও না করেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বিশ্বকাপের মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। যার প্রথমটিতে আফগানিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের ঘুরে দাঁড়ানোর আশা ছিলো ভক্ত-সমর্থকদের

প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বা বোলিং, দুই বিভাগেই রীতিমত আউটক্লাস হয়েছজে বাংলাদেশ। আফগানদের ১৬০ রানের জআব্বে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৮ রান সংগ্রহ করতে পারে টাইগাররা। ম্যাচ হারতে হয়েছিলো ৬২ রানের বিশাল ব্যবধানে।

বিশেষত, আফগান বোলারদের বিপক্ষে রীতিমত হাঁসফাঁস করেছে বাংলাদেশের ব্যাটাররা। আজ দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপের বিপক্ষেও বেশ ভালো একটি পরীক্ষা হতো টাইগার ব্যাটারদের।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও উদ্বোধনী জুটিতে দেখা গেছে পরিবর্তন। যদিও পরে জানা যায় লিটন দাসের হালকা ইঞ্জুরির কারণে নামানো হয়নি তাকে।

এদিকে, বাংলাদেশ দলের আরেকটি বড় দুঃশ্চিন্তার নাম মুস্তাফিজুর রহমানের ফর্মহীনতা। কোনোভাবে কোনোকিছু করেই যেন ফর্মে ফিরতে পারছেন না বাংলাদেশের কাটার মাস্টার। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে মুস্তাফিজ নিজেকে ফিরে না পেলে সেটি দলের জন্যই বিশাল বড় দুঃশ্চিন্তার কারণ হবে। আজকের ম্যাচে শেষবারের জন্য পরখ করে নেওয়া যেতো সেটিও।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top