ব্রিসবেনেই চলবে টাইগারদের প্রস্তুতি


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ১৯:০২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:১৯

 

আগামী ২৪ অক্টোবর হোবার্টে শুরু হবে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ এখনো অবশ্য চূড়ান্ত হয়নি। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে টাইগাররা। প্রস্তুতি পর্ব শেষ হলেও এখনই ব্রিসবেন ছেড়ে যাচ্ছে না বাংলাদেশ দল। বিসিবি থেকে জানা গেছে, আজ ও আগামীকাল ব্রিসবেনেই অনুশীলন চালিয়ে যাবে সাকিব বাহিনী। আগামী শনিবার (২২ অক্টোবর) হোবার্টে যাবেন ক্রিকেটাররা।

টানা হার, হুমমুড়িয়ে ভেঙে পড়া ব্যাটিং লাইনের কম্পমান ছবিটা বিশ্বকাপে সঙ্গী হচ্ছে বাংলাদেশের। সেখানে একাদশের কম্বিনেশন, ব্যাটিং অর্ডারও অস্পষ্ট থেকে গেল। তাছাড়া একের পর এক পরাজয়, নড়বড়ে ওপেনিং জুটি মিলিয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তলানিতে। তাই বিশ্বকাপ শুরুর দিনে অনেক চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। টিম ম্যানেজমেন্টকেও হাতড়ে বেড়াতে হবে সেরা কম্বিনেশন।

এদিকে ব্যর্থতার মিছিলে থাকা দলটা প্রবল চাপে আছে। সমালোচনার স্রোত থামছেই না। তারপরও প্রথম ম্যাচের আগে শেষ কয়েকটি অনুশীলনের সেশনকে কাজে লাগানোই এখন মূল লক্ষ্য গোটা দলের।

ব্রিসবেনে দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সেদিকেই গুরুত্ব দিয়েছেন। গত মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করার জন্য আরো চারটি প্র্যাকটিস সেশন আছে। সেই হিসেবে আমি মনে করি, এর আগেই দল প্রস্তুত হয়ে যাবে। আশা করি, সবাই নিজেদের প্রস্তুত করে প্রথম ম্যাচ থেকেই সেরাটা দিতে মাঠে নামবে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top