বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি
প্রকাশিত:
২২ অক্টোবর ২০২২ ১৪:৩৮
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২১:১৩

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নির্ধারিত র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকায় আগেই নিশ্চিত হয়েছিল মূল পর্বের খেলা ৮ দল। আর আট দিনের গ্রুপ পর্বের বাছাই শেষে আরো যোগ হয়েছে চারটি দল।
গ্রুপ ওয়ানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সাথে যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বিপরীতে গ্রুপ টুয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সাথে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এই বারো দল নিয়েই আগামীকাল থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই।
এক নজরে দেখে আসি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচগুলো কবে কোথায় কার বিপক্ষে অনুষ্ঠিত হবে-
১ম ম্যাচ : নেদারল্যান্ডস। বেলেভিরে ওভাল। ২৪ অক্টোবর, সকাল ১০টা।
২য় ম্যাচ : দক্ষিণ আফ্রিকা। সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৭ অক্টোবর, সকাল ৯টা।
৩য় ম্যাচ : জিম্বাবুয়ে। গ্যাভা। ৩০ অক্টোবর, সকাল ৯টা।
৪র্থ ম্যাচ : ভারত। এডিলেড ওভাল। ২ নভেম্বর, দুপুর ২টা।
৫ম ম্যাচ : পাকিস্তান। এডিলেড ওভাল। ৬ নভেম্বর, সকাল ১০টা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: