সহসা সুযোগ মিলছে না স্মিথের


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২২ ২১:৪২

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:২৪

 

অভিজ্ঞ স্টিভেন স্মিথকে বসিয়ে প্রথম ম্যাচে খেলানো হয় টিম ডেভিডকে। আবার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও একাদশে জায়গা পাননি। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে কি দলে পরিবর্তন আনবে অস্ট্রেলিয়া? সাবেক ক্রিকেট বোদ্ধারা বলছেন, স্মিথকে খেলানো উচিৎ। তবে অলরাউন্ডার মিচেল মার্শ সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

সিডনিতে গত শনিবার নিউজিল্যান্ডের ২০০ রানের জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১১১ রানে। এক হারেই অবস্থা হালুয়া টাইট অজিদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি রানরেট নিয়েও ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এজন্য একই দল খেলানোর চিন্তা তাদের। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে থাকা ক্রিকেটাররা আরেকটি সুযোগ পাচ্ছেন ঘুরে দাঁড়ানোর। পেস অলরাউন্ডার মার্শ বলেন, ‘আমি যদ্দুর জানি, আমরা একই একাদশ নিয়ে নামছি। আশা করি, পরিস্থিতি পাল্টে দিতে পারবো।


আমরা মনে হয়, ভবিষ্যত নিয়ে খুব বেশি চিন্তা না করে আগামীকালের ম্যাচ নিয়ে ভাবা উচিত। আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ এখন।’ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হয়ে যান ডেভিড ওয়ার্নার। বাঁহাতি ওপেনার আজ স্বরূপে ফিরবেন বলেই মনে করছেন মার্শ। তিনি বলেন, ‘যখনই দেখেছি দেয়ালে তার পিঠ ঠেকে গেছে, তখনই সে উঠে দাঁড়িয়েছে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top