বিশ্বকাপ শুরুর ছয় মাস আগেই কাতারের রাজধানী দোহায় আর্জেন্টিনার সমর্থক


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২২ ০১:১৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:২২

 

বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাতারে পাড়ি জমাবেন প্রায় ১০ লাখের অধিক দর্শক। কিন্তু জেনে অবাক হবেন, বিশ্বকাপ শুরুর ছয় মাস আগেই কাতারের রাজধানী দোহায় গিয়েছেন আর্জেন্টিনার সমর্থক মার্সেলো মার্তিনেজ। ধারণা করা হচ্ছে, প্রথম সমর্থক হিসেবে কাতারে পাড়ি জমিয়েছেন তিনি। মার্তিনেজের আশা, লিওনেল মেসি তাঁর শেষ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরবেন।

এ বছরের মে মাসে পিএসজি দলের সঙ্গে দোহায় যান আর্জেন্টিনার দুই তারকা আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার এই সমর্থক বলেছেন, ‘মারিয়া ও পারেদেসের সঙ্গে দেখা করার জন্য আর্জেন্টিনার পতাকা নিয়ে আমি যখন হোটেলের দরজার সামনে দাঁড়িয়ে আছি, তখন কেউ একজন এসে আমার সম্পর্কে জিজ্ঞেস করে। সব কিছু শোনার পর তিনি আমার ফোন নম্বর নেন এবং তাঁর বাসায় দুই মাস থাকার প্রস্তাব দেন। সেখানে এখন তিন মাস ধরে আছি। ’

কাতার বিশ্বকাপে 'সি' গ্রুপে আর্জেন্টিনা। গ্রুপে তাদের সঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবা লিওনলে মেসিরা। এরপর ২৭ নভেম্বর মেক্সিকো এবং ১ ডিসেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top