আরো একটি রেকর্ডে ভাগ ক্রিশ্চিয়ানো রোনালদোর
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২২ ২২:৩৬
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২০:০৫

মাঠ কিংবা মাঠের বাইরে কোনো জায়গাতেই সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই মৌসুমে ১৩ ম্যাচ খেলে ক্রিশ্চিয়ানোর গোলসংখ্যা ৩, যা তার নামের পাশে বড্ড বেমানান। তাছাড়া গত সপ্তাহে টটেনহাম- এর বিপক্ষে বদলি হিসেবে নামতে না চাওয়ায় তাকে এক ম্যাচের জন্য স্কোয়াড থেকে বাদ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ। যা বেশ সমালোচনার জন্ম দিয়েছিল।
তবে এক ম্যাচ পর ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডে জায়গা পান ক্রিশ্চিয়ানো রোনালদো। এফসি শেরিফ- এর বিপক্ষে সুযোগ পান একাদশেও। একাদশে সুযোগ পেয়েই গোল করলেন তিনি। ব্রুনো ফার্নান্দেস- এর বাড়িয়ে দেয়া বলে গোল কিপার এর কাছ থেকে রিবাউন্ডে শট নিয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড- এর তৃতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে।
শেরিফ- এর বিপক্ষে সেই গোল এই বছরে রোনালদোর ১৫তম গোল ছিল। ফলে ২০০৫ থেকে ২০২২, টানা ১৮ বছর ক্লাব ফুটবলে ১৫ বা তার অধিক গোল করার রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছু দিন আগেই ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করা রোনালদোর 'হল অফ ফেম' এ যুক্ত হলো আরো একটি রেকর্ড।
ক্রিশ্চিয়ানো রোনালদোর এই রেকর্ড- এর ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ বলেন, 'সে সঠিক সময়ে নিজেকে সঠিক জায়গায় স্থাপন করতে পারে, যা দলের বাকিদেরকে তাকে বল দেয়ার ক্ষেত্রে সাহায্য করে। সে কখনো হাল ছাড়ে না, এটাই তার পুরো ক্যারিয়ারের গল্প আর এজন্যই সে গোল পায়।'
আর কয়েক দিন পর ২০২২ ফিফা বিশ্বকাপ। সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড- এর হয়ে আর ৫টি ম্যাচ খেলার সুযোগ পাবেন রোনালদো। এই ৫ ম্যাচে ভালো করে পরিপূর্ণ ফর্ম নিয়ে বিশ্বকাপের মঞ্চে যেতে চাইবেন তিনি। নতুন এই রেকর্ডটি সেক্ষেত্রে তাকে অতিরিক্ত অনুপ্রেরণা জোগাবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: