বিশ্বকাপ শেষ জার্মান তারকা টিমো ভেরনার
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২২ ০০:৪৫
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২২:২২

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির আক্রমণভাগের খেলোয়াড় টিমো ভেরনার। গোড়ালির গাঁটের চোটের কারণে চলতি বছর আর মাঠে নামতে পারবেন না তিনি। এতে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ ২৬ বছর বয়সী এই ফুটবলারের।
চ্যাম্পিয়নস লিগে গত বুধবার শাখতার দনেস্কর বিপক্ষে ম্যাচে লিপজিগের হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন।
কিন্তু চোট পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। ভেরনারের ছিটকে পড়ায় বিচলিত জার্মান কোচ হ্যান্সি ফ্লিক, ‘আমাদের জন্য খুবই খারাপ খবর। ওর জন্য দুঃখ হচ্ছে, বিশ্বকাপে খেলতে পারছে না। ওকে না পাওয়ায় বড় ক্ষতি হলো আমাদের। এমন একজনকে হারালাম যাকে আমাদের খুব দরকার ছিল। ’
জার্মানির জার্সিতে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছেন ভেরনার। দেশটির আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি জার্মানির আক্রমণের শক্তি কিছুটা হলেও কমে গেল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: