অস্ট্রেলিয়া এখন সাবেক চ্যাম্পিয়ন
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২২ ০২:৩৫
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২০:০৭

এক বছরেরও কম সময়ের ব্যবধানে মুদ্রার উল্টা পিঠটাও দেখে ফেলল অস্ট্রেলিয়া। প্রতিবেশী রাষ্ট্র নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যারন ফিঞ্চের দল। দেশের মাটিতে শিরোপা ধরে রাখার মিশনে অজিদের সম্ভাবনা ভালোই ছিল। অথচ সেমিফাইনালের আগেই বেজে গেল স্বাগতিকদের বিদায় ঘণ্টা।
যে নিউজিল্যান্ডকে গত বছর ফাইনালে ট্রফি হাতে অস্ট্রেলিয়া শিরোপা জয়ের উল্লাসে মেতেছিল, সেই প্রতিপক্ষের কাছে এবারের আসরে বরণ করে ৮৯ রানের শোচনীয় হার। মূলত বড় ব্যবধানে হারের সেই ধাক্কা ফিঞ্চের দল আর কাটিয়ে উঠতে পারেনি।
এক নম্বর গ্রুপের সব ম্যাচ শেষে ৫ ম্যাচ খেলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৭। কিউইরা +২.১১৩ রানরেট নিয়ে টেবিলের সবার উপরে থাকায় হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কাকে হারানোর পর ইংল্যান্ড +০.৪৭৩ রানরেট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। রানরেটে বাজে অবস্থায় থাকায় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (-০.১৭৩)
সেমিফাইনালের লড়াই শুরু হবে ৯ নভেম্বর। এর চারদিন আগেই বর্তমান থেকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের তকমাটা অগ্রিম পেয়ে গেল অস্ট্রেলিয়া। যদিও ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা জয়ী দল না পাওয়া পর্যন্ত তাদেরকেই অফিসিয়ালি বর্তমান চ্যাম্পিয়ন বলতে হবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: