একদিন বিশ্বকাপ খেলব : আর্লিং হালান্ড
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২২ ০১:৪৪
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩৪

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড খেলতে পারছেন না এবারের বিশ্বকাপে। তাঁর দেশ নরওয়ে কোয়ালিফাই করতে পারেনি। দেশের হয়ে ২৩ ম্যাচে ২১ গোল তাঁর। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ১৩ ম্যাচে ১৮ গোল করে ফেলেছেন হালান্ড, ভেঙেছেন বেশ কিছু রেকর্ডও। তবে বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপটা তাঁর রয়েই গেছে।
এক সাক্ষাৎকারে হালান্ড বলেছেন, ‘আমি অবশ্যই বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। কিন্তু এটিই এখন বাস্তবতা যে, আমি সেখানে খেলব না। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলাটাই আমার লক্ষ্য। আমরা জানি, এটা কঠিন। তবে আশা করি, ভবিষ্যতে একদিন আমি সেখানে খেলতে পারব। ’
বিশ্বকাপের এবারের আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে। এ জন্য গত ১৪ নভেম্বর থেকে শুরু করে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিরতি থাকবে ক্লাব ফুটবল। সব ঠিক থাকলে বিশ্বকাপ বিরতির পর ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন হালান্ড।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: