কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হার


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২২ ০২:১৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩৪

 

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাতে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। 'বি' গ্রুপের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আল থুমামা স্টেডিয়ামে। ম্যাচটি ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ৩৮তম মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। মাঝমাঠ থেকে বাঁ দিকে দারুণ এক ক্রসে বল পান ডেস্ট। হেড দিয়ে তিনি ঠেলে দেন ডি বক্সের মাঝে। সেখানে থাকা পুলিসিক পাঠিয়ে দেন ইরানের জালে। গোল দিতে গিয়ে সংঘর্ষ হয় ইরানি গোলরক্ষকের সঙ্গে।

গোলের মিনিট কয়েকের জন্য মাঠ ছাড়েন পুলিসিক। ৪৪ মিনিটে আবার ফিরে আসেন। পুলিসিকের করা ওই ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। বিরতির পর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। ৭ পয়েন্ট পেয়ে গ্রুপসেরা ইংল্যান্ড। ইরানের পয়েন্ট ৩। আর ওয়েলসের পয়েন্ট মাত্র ১।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top