নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গ নিয়ে ১০ পৃষ্ঠার রিপোর্ট


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৩

আপডেট:
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

ফাইল ছবি

৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিশেষ কমিটির সভা। তা নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। ৭টার পরে শুরু হয়ে রাত ৯টার দিকে শেষ। এরপর সাড়ে ৯টার দিকে নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে চুড়ান্ত রিপোর্ট জমা দেয়া হয় বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছে। লম্বা বিদেশ সফর শেষে তিনি দেশে ফিরলেও বাফুফে ভবনে আসেননি সভাপতি। ফলে তার অফিসে ১০ পৃষ্ঠার মতো রিপোর্ট জমা দিয়েছে সাত সদস্যের কমিটি।

এই নিয়ে কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান মিডিয়াকে জানান, আমরা নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গের ওপর জোর দিয়েছি। তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে। আমরা রিপোর্ট বাফুফে সভাপতি বরাবর দিয়েছি। এখন তিনি ইচ্ছে করলে নিজে একাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন অথবা বাফুফের সভা ডেকে সিদ্ধান্ত নিতে পারেন। বিষয়টি উনার একক বিষয়।

এদিকে, আজই এই নারী ফুটবল দল একুশে পদক পেয়েছে। রিপোর্ট প্রদানে এর কোনো প্রভাবই পড়েনি বলে জানান ইমরুল। সে সাথে এই অর্জনের জন্য নারী দলকে অভিনন্দনও দেন তিনি। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের কাছে সাফল্য বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। ফুটবলাররা শৃঙ্খলা ভঙ্গ করেছে এটাই বিষয়।

এদিকে কমিটির এক সদস্য জানান, আমরা কোনো শাস্তি বা কোনো ফুটবলারকে নিষিদ্ধ করার সুপারিশ করিনি। আমরা স্রেফ উল্লেখ করেছি, ফুটবলাররা শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই বিষয়ে বাফুফে যেন ব্যবস্থা নেয়। সেইসাথে কোচকে বাংলাদেশী সংস্কৃতিকে সম্মান করতে বলা হয়েছে। নারী ফুটবল কমিটিকেও আরো পেশাদারিত্ব হতে বলা হয়েছে। যদিও নারী উইংয়ের বিপক্ষে কেউ কোনো অভিযোগ করেনি। এখন চুড়ান্ত সিদ্ধান্ত বাফুফে সভাপতিই নেবেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top