অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন মার্ক ওয়াহ


প্রকাশিত:
১৫ মে ২০১৮ ০০:০৯

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ০৫:০২

অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্ব ছাড়লেন  মার্ক ওয়াহ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে আর থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্ক ওয়াহ। আগামী আগস্টে চুক্তি শেষ হওয়ার পর তিনি আর চুক্তি বাড়াতে ইচ্ছুক নয় বলে নিশ্চিত করেছ অজি সংবাদমাধ্যম



 মার্ক ওয়াহ ২০১৪ সাল থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি অজি টি-টোয়েন্টি দলের প্রধান নির্বাচকও ছিলেন। আসছে আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর এ দায়িত্বে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে।



মূলত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ক্রিকেট ধারাভাষ্য দেয়ার জন সম্প্রতি চুক্তিভুক্ত হয়েছেন কিংবদন্তী এই অজি ক্রিকেটার। আর এসব চুক্তির কারণেই অস্ট্রেলিয়া দলকে সেভাবে সময় দেয়া তার পক্ষে সম্ভব নয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top