নিজ শহরে সমর্থকদের ভালোবাসায় সিক্ত বিশ্বকাপজয়ীরা


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৬

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৬

বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরকে এভাবেই বরণ করে নেয় তার নিজ জেলা

প্রভাত ফেরী: দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বুধবার দেশে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। রাতটা রাজধানীতে কাটিয়ে বৃহস্পতিবারই নিজ নিজ শহরে পৌঁছেছেন আকবর, হৃদয়, অভিষেক, জয়, শরিফুলরা।

সেখান থেকে কেউ কেউ গেছেন গ্রামের বাড়ি। সর্বত্রই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা, ফুলেল শুভেচ্ছা। শহরবাসী আর আপনজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশ্বজয়ী ক্রিকেটাররা

হৃদয় ও তানজিদকে ফুল দিয়ে বরণ করে নেয় বগুড়াবাসি

হৃদয়-তানজিদের জন্য মোটরসাইকেল শোভাযাত্রা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তৌহিদ হৃদয় ও তানজিদ হাসান। বৃহস্পতিবার জন্মস্থান বগুড়ায় পৌঁছালে শহরের বনানীতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতীয় পতাকা উড়িয়ে বরণ করা হয় তাদের। যুব বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারকে মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয় শহরের জিরো পয়েন্ট সাতমাথায়।ঢাকা থেকে বাসে করে বগুড়া এসেছেন তানজিদ ও হৃদয়।

শরিফুলের জন্য সবার অপেক্ষা

শরিফুলের জন্য সবার অপেক্ষা
বাড়ির জন্য মন কাঁদছিল অনূর্ধ্ব-১৯ দলের সবার। কখন বাড়ি ফিরে স্বজনদের সঙ্গে কথা বলবেন, সেটিরই ছিল অপেক্ষা। শরিফুল ইসলামের অপেক্ষার প্রহর ছিল সবচেয়ে বেশি। বাড়ি তার সেই পঞ্চগড়, উত্তরাঞ্চলের শেষসীমায়। যদিও বিমানে সৈয়দপুর পর্যন্ত যেতে পারায় খুব বেশি সময় লাগেনি।

শরিফুলের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৌমারী নগরডাঙ্গায়। বৃহস্পতিবার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় এই পেসারের। তাকে বরণ করতে আগে থেকেই সেরে রাখা হয়েছিল প্রস্তুতি। ছিল ব্যান্ডপার্টির ব্যবস্থাও।

অভিষেককে পেয়ে উজ্জ্বীবিত নড়াইলবাসী

অভিষেককে পেয়ে উজ্জ্বীবিত নড়াইলবাসী

নড়াইলে অভিষেককে বরণ করছেন স্থানীয়রা। দেশে ফিরে আসার পর বিশ্বকাপজয়ী যুবারা একে একে ফিরছে যার যার জেলায়। এই ফেরাটা তাদের স্মরণীয় হয়ে উঠছে স্থানীয় জনতার ভালোবাসায়। কারণ এই প্রথম যুব বিশ্বকাপের ট্রফিটা যে এনে দিয়েছেন তারাই। এই যেমন অভিষেক দাসকে বরণ করে নিতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল তার জেলা নড়াইলে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নভোএয়ারের এক ফ্লাইটে প্রথমে যশোর বিমান বন্দরে পৌঁছান অভিষেক। বিমান থেকে অভিষেক নামলে তাকে ফুলের মালায় বরণ করে নেন বাবা অসিত দাস, মা অরুনা দাস।

অভিষেককে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নড়াইলে

অভিষেককে নিয়ে শোভাযাত্রাও হয়েছে নড়াইলে। এরপর গাড়িতে করে রওনা দেন নড়াইলের উদ্দেশে। সেখানে তাকে বরণ করতে নড়াইল শহরের ১০ কিলোমিটার দূরে অপেক্ষমান ছিলেন প্রায় সহস্রাধিক মানুষ। তার পৌঁছানোর পরই শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা। অভিষেক নড়াইল শহরে এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে।

মাহমুদুল ও শামীমের জন্য লঞ্চঘাটে অপেক্ষা ভক্ত-সমর্থকদের

মাহমুদুল ও শামীমের জন্য লঞ্চঘাটে অপেক্ষা ভক্ত-সমর্থকদের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে সংবর্ধনা পেয়েছেন ক্রিকেটাররা। এবার ঢাকা থেকে নিজ বাড়িতে গিয়েও স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। বৃহস্পতিবার চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান ও শামীম হোসেনকে।

মাহমুদুল ও শামীমকে চাঁদপুর জেলা প্রশাসেকর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ

তাদের আসার খবর পেয়ে সকাল থেকেই লঞ্চঘাটে ভিড় করতে থাকেন ভক্ত-সমর্থকরা। সংবর্ধনা আর মিষ্টি বিতরণের মাধ্যমে এই দুজনকে ঘিরে উৎসবে মেতে ওঠেন চাঁদপুরবাসী। লঞ্চঘাটেই দুই ক্রিকেটারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এরপর চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা। তাদের নিয়ে শহরে বের হয় আনন্দ শোভাযাত্রা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top