বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট: টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:২৬

প্রভাত ফেরী: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের শততম আন্তর্জাতিক ম্যাচটি। স্পিনবান্ধব এই উইকেটে বাংলাদেশ দুইজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে। তাইজুল ইসলামের সঙ্গে একাদশে রয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। ব্যাটিংয়ে যথারীতি ওপেনিংয়ে তামিম ইকবাল। সঙ্গে সাইফ হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটি হতে পারে বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস ফেরানোর টনিক। নিজেদের সর্বশেষ ৬ টেস্টের মধ্যে ৫টিতেই ইনিংস পরাজয় দেখতে হয়েছে টাইগারদের।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি জিততে পারলে সেই খারাপ সময় কাটিয়ে ওঠার একটা পথ খুঁজে পাবে টাইগাররা। ঘরের মাঠে এই টেস্টে ফেবারিট ধরা হচ্ছে মুমিনুল হকের দলকেই।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ :
প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেগ অরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, এন্সলে এনদিলোভু, ভিক্টর নায়াউচি ও চার্লটন সুমা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: