নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলো বাংলাদেশ
প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:১৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:২২

প্রভাত ফেরী: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ১৪৩ রানের টার্গেটের জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৪ রান। আর তাতেই হার নিশ্চিত হয় ১৮ রানের।
রান তাড়া করতে নেমে ৫ রানে ওপেনার শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে নেন মুর্শিদা খাতুন ও সানজিদা ইসলাম। দ্বিতীয় উইকেটে তারা ৩৯ রান যোগ করেন। দলীয় ৪৪ রানে ভাঙে এই জুটি। আউট হয়ে যান মুর্শিদা (৩০)। এরপর ৬১ রানে ফিরে যান সানজিদা (১০)। কোনো রান না করার আগেই আউট হন ফারাজানা হক পিংকি। ৬৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান নিগার সুলতান জ্যোতি। ১০৬ রানে তাঁর বিদায়ের পরই বাংলাদেশের স্বপ্নও ফিকে হয়ে যায়। জাহানারা আলম (১০), ফাহিমা খাতুন (১৭) এবং রুমানা আহমেদরা (১৩) লড়াই করলেও কঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন পুনাম যাদব।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪২ রান। বাংলাদেশের শুরু ভালো না হলেও নিগার সুলতানার পর রুমানা আহমেদের ব্যাটে জয়ের সম্ভাবনা একটু হলেও জেগেছিল। যদিও শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানে থামতে হয় বাংলাদেশের মেয়েদের।
সব আশা যখন শেষ গেছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই নতুন করে সম্ভাবনা জাগান রুমানা। আট নম্বরে নেমে ভারতীয় বোলারদের ওপর চাপ প্রয়োগ করেন। পরপর বাউন্ডারি হাঁকিয়ে আস্কিং রানরেট নামিয়ে আনেন। তাতে শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ২২। কঠিন হলেও অসম্ভব ছিল না। কিন্তু শেষ ওভারের প্রথম বলে ৮ বলে ২ বাউন্ডারিতে ১৩ করা রুমানা বিদায় নিলে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু হয় বাংলাদেশের।
আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়া পুনম যাদব আবারও দেখালেন তার স্পিন জাদু। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনিই ভারতের সেরা বোলার। শিখা পান্ডে ও অরুন্ধতী রেড্ডি নিয়েছেন ২টি করে উইকেট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: