সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

পাঁচ ক্যামেরার স্মার্টফোন আনবে নোকিয়া


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৬

পাঁচ ক্যামেরার স্মার্টফোন আনবে নোকিয়া

পাঁচ ক্যামেরার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনতে পারে নোকিয়া। ডিভাইসটির ফাঁস হওয়া ছবিতে এমনটাই দেখা গেছে।



প্রযুক্তি সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকেই নোকিয়া’র নতুন ফোনের পেছনে পাঁচটি ক্যামেরা রাখা হবে বলে গুজব শুরু হয়। এবার ফাঁস হওয়া ছবিতেও তেমনটাই দেখা গেছে।



পেছনে ক্যামেরাগুলো বৃত্তাকার করে সাজানো হয়েছে। আর এর মাঝখানে রাখা হয়েছে জেইস ব্র্যান্ডিং।



কয়েক বছর আগে নোকিয়ার ব্র্যান্ড নামে স্মার্টফোন তৈরির চুক্তি করে চীনা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। আগের বছর বিখ্যাত লেন্স নির্মাতা কার্ল জেইসের-এর সঙ্গেও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই চুক্তির মাধ্যমেই পুনরায় নোকিয়া ও জেইস ব্র্যান্ডিংকে একত্রিত করা হচ্ছে।



ইতোমধ্যেই নোকিয়ার নতুন ফোনগুলোতে জেইস অপটিক ব্যবহার করা শুরু করেছে এইচএমডি।



সম্প্রতি ছোট একটি জুম ক্যামেরার পেটেন্ট করেছে জেইস। ফাঁস হওয়া ছবিতেও একই ধরনের ক্যামেরা দেখা গেছে।



পেছনে পাঁচ ক্যামেরার মাধ্যমে নোকিয়া ডিভাইসটিতে কী কাজ করা যাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।



বছরের শুরুতে প্রথমবারের মতো পেছনে তিন ক্যামরার পি২০ প্রো উন্মোচন করেছে হুয়াওয়ে। ৩এক্স জুম বা ৫এক্স হাইব্রিড জুম সমর্থন করে এতে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top