সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বাংলাদেশেও বন্ধ হচ্ছে টিকটক!


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩

বাংলাদেশেও বন্ধ হচ্ছে টিকটক!

ভারতের পর এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।



সংশ্লিষ্টরা বলছেন, টিকটকের মতো সাইট দেশীয় সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। সাইট বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হয়েছে। বিপথগামী ওয়েবসাইট ও অ্যাপ বন্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।



টিকটক বন্ধের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই।





 

তিনি বলেন, আমি ইন্টারনেটকে নিরাপদ করতে চাই। আমার দেশ ইউরোপ না আমেরিকা না আমার দেশে বাংলাদেশ। তাই এ দেশের মানুষ, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সঙ্গে যায় না এমন কোনো কিছুকেই আমি রাখতে চাই না।



‘ইন্টারনেটে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিপথগামী কনটেন্ট। বিগত বছরগুলোতে এই ধরনের কনটেন্টের পরিমাণ অনেক বেশি। এসব কনটেন্ট ইন্টারনেট থেকে সরিয়ে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ ইন্টারনেট দিতে কাজ করছে সরকার। এরই মধ্যে এসেছে সফলতাও’ যোগ করেন প্রযুক্তিমন্ত্রী।





 

প্রসঙ্গত, বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের একাংশ,ঠোঁট মিলিয়ে ভিডিওতে কোনো খারাপ উক্তি তৈরির এই অ্যাপ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে সমালোচনা ঝড় উঠেছে।



অ্যাপের কারণে আমাদের নতুন প্রজন্মের বেড়ে উঠা হুমকির মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাপের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে অশ্লীল কন্টেন্ট ও ব্যঙ্গাত্মক ভিডিও। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা তৈরি হয়। তারা স্বাভাবিক কথা কেউও ব্যঙ্গ করে বলে। এছাড়া এসব একসময় বদভ্যাসে পরিণত হয়।



সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে ভারতে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top