সাইবার অ্যাটাক নিয়ে মাইক্রোসফটের সতর্কবার্তা
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০১৯ ১২:৫১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৮
ওয়েব মেইল ব্যবহারকারীদের সম্ভাব্য সাইবার অ্যাটাক নিয়ে সতর্ক করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
শনিবার মাইক্রোসফট থেকে জানানো হয়েছে, সাইবার সন্ত্রাসীদের একটি চক্র ওয়েব ভিত্তিক ইমেইলে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করেছে। ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত এভাবে চলেছে।
তৃতীয় পক্ষের এমন প্রবেশে ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়তে পারে। ইমেইল ঠিকানা, ফোল্ডারের নাম, ইমেইলের সাবজেক্ট লাইন বেহাত হওয়ার সম্ভাবনা থেকে যায়।
এই ঘটনার জন্য মাইক্রোসফট দুঃখ প্রকাশ করে বলেছে, ‘কোনো অসুবিধা সৃষ্টির জন্য আমরা দুঃখিত। এই ঝুঁকি প্রতিরোধে ইতিমধ্যে আপত্তিকর ডিভাইসের প্রবেশ ব্লক করা হয়েছে।’
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, কয়েক মাস ধরে ‘Outlook.com’ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক হয়। ঠিক কত ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি স্পষ্ট করে জানায়নি প্রতিষ্ঠানটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: