সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

গ্যালাক্সি নোট ১০ বড় ডিসপ্লের ফোন হবে


প্রকাশিত:
২৩ মে ২০১৯ ০৭:৫১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

গ্যালাক্সি নোট ১০ বড় ডিসপ্লের ফোন হবে

স্যামসাং গ্যালাক্সি নোট ৯ এর চেয়ে আকারে বড় হবে নোট ১০। ফোনের পারফরমেন্স তুলনা করার টেস্ট সাইট এইচটিএমএল৫ এ ফোনটি সম্পর্কে এ তথ্য পাওয়া গেছে।



গ্যালাক্সি নোট ১০ এ থাকবে ৬ দশমিক ৬৬ ইঞ্চি ডিসপ্লে। গ্যালাক্সি নোট ৯ এ ছিলো ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। বডি টু স্ক্রিন রেশিওতেও থাকবে পার্থক্য। গ্যালাক্সি নোট ৯ এর অ্যাস্পেক্ট রেশিও ১৮ দশমিক ৫:৯ ছিলো। গ্যালাক্সি নোট ১০ এর অ্যাস্পেক্ট রেশিও হবে ১৯:৯।



নোট ১০ এর ব্যাটারি শক্তিও বাড়ানো হবে। এতে থাকবে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। নোট ৯ এর ব্যাটারি শক্তি ছিলো ৪১০০ এমএএইচ।





 

দুটি ভিন্ন মডেলে ছাড়া হবে নোট ১০। ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি নোট ১০ এর ফাইভজি সংস্করণও আনবে স্যামসাং।



ফোনটিতে কোনো ফিজিকাল বাটন থাকবে না বলে জানা গেছে। এর কোয়াড ক্যামেরা সেটআপটি থাকবে এস পেনে।





 

স্যামাসংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ১০ বাজারে আসবে আগস্টে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top