সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বড় পরিবর্তন আসছে গুগলের সার্চ রেজাল্টে


প্রকাশিত:
২৫ মে ২০১৯ ১৬:২৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯

বড় পরিবর্তন আসছে গুগলের সার্চ রেজাল্টে

মোবাইলে গুগল সার্চের রেজাল্ট এখন কিছুটা ভিন্নভাবে দেখা যাবে। নতুন ডিজাইনে ওয়েবসাইটের লিংকগুলোর উপরে সোর্স দেওয়া থাকবে।



এতে কোন লিংক কোন ওয়েবসাইটের তা স্পষ্টভাবে বোঝা যাবে। এর আগে লিঙ্কের টাইটেলের নিচে খুব ছোট আকারে সোর্স দেওয়া থাকতো।



আপাতত মোবাইলের জন্য ডিজাইনটি আনা হলেও পরবর্তীতে ডেক্সটপেও দেখা যাবে একই ডিজাইন।



ডিজাইনের পরিবর্তনটি ছোট হলেও তার কার্যকারিতা আছে। যেমন নতুন ডিজাইনে ওয়েবসাইটের নাম শুরুতেই দেখা যাবে। এতে করে সার্চকারী সহজেই বুঝতে পারবেন কোথা থেকে এই তথ্য এসেছে।



এখন সহজেই বোঝা যাবে কোনটি বিজ্ঞাপনের লিংক। ফলে ভুলবশত অপ্রয়োজনীয় লিংকে ক্লিক করার হার কমে আসবে।



আগামী কয়েকদিনের মধ্যে নতুন ডিজাইনটি সব ব্যবহারকারীদের ফোনে পৌঁছে যাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top