নতুন নতুন অ্যাপ আসছে ফেসবুকে


প্রকাশিত:
১১ জুলাই ২০১৯ ০০:৫৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:২৫

নতুন নতুন অ্যাপ আসছে  ফেসবুকে



ব্যবসায়িক ক্ষেত্রে ভোক্তা স্বার্থকে ‘আরও গুরুত্ব’ দিতে একাধিক নতুন অ্যাপ বানাচ্ছে ফেসবুক। কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে অ্যাপগুলো অ্যাপ স্টোরে ছাড়া হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।



ফেসবুক বলছে, কমিউনিটি তৈরি করতে এই অ্যাপ ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে। ব্যবসায়িক অ্যাপের পাশাপাশি গেম ভিত্তিক কয়েকটি অ্যাপও আনা হচ্ছে।



ফেসবুকের বিবৃতি থেকে জানা গেছে, এই অ্যাপগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলে বন্ধ করে দেওয়া হবে।



‘এনপিই টিম ফ্রম ফেসবুক’ ডেভেলপার নামে অ্যাপগুলো যুক্ত থাকবে। কিছু কিছু অ্যাপ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। কয়েকটি থাকবে পেইড।



ফেসবুক জানিয়েছে, অ্যাপগুলো অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে স্টোরে থাকবে। একই সঙ্গে ওয়েবেও থাকবে।



মেসেঞ্জার বাদে ফেসবুক নিজস্ব অ্যাপের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা পায়নি। অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থতার মুখোমুখি হয়েছে। টিকটকের মতো বিভিন্ন জনপ্রিয় অ্যাপের ফিচার অনুকরণ করেও অ্যাপ ছাড়ার ইতিহাস আছে তাদের। ‘Lasso’ নামের সেই অ্যাপটি খুব একটা জনপ্রিয় হয়নি।



ফেসবুক বলছে, নতুন অ্যাপের মধ্যে থেকে কয়েকটি দিয়ে ফেসবুকে লগইন করা যাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top