সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

যে অনিরাপদ অ্যাপস মোবাইল থেকে সরিয়ে ফেলা উচিত


প্রকাশিত:
২৪ জুন ২০১৮ ১০:৩৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

যে অনিরাপদ অ্যাপস মোবাইল থেকে সরিয়ে ফেলা উচিত

গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ফোনের জন্য রয়েছে লাখ লাখ অ্যাপ। তবে সব অ্যাপই যে নিরাপদ এমন ভাবার কোনো কারণ নেই। প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ রয়েছে যেগুলো নিরাপদ বলা হলেও ফোন এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তা অনিরাপদ।



চলতি বছরের শুরুর দিকে এমন অনিরাপদ বেশকিছু অ্যাপের তালিকা দিয়েছে গুগল। সেই তালিকা থেকে অন্তত সাত লাখ অ্যাপ তারা সিরিয়ে ফেলেছে প্লে স্টোর থেকে। তারপরও অনেক অ্যাপ থেকে গেছে যেগুলো ব্যবহারকারীদের জন্য অনিরাপদ।



গুগল বলছে, এখনো প্লে স্টোরে থেকে যাওয়া অনেক অ্যাপ রয়েছে যেগুলোর বেশিরভাগই সিকিউরিটির অ্যাপ। বিভিন্ন ভাইরাস বা ম্যালওয়্যারের আক্রমণ থেকে ব্যবহারকারীর ফোনের নিরাপত্তা দেবে বলা হয়। কিন্তু অ্যাপগুলো নিজেই নিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকে। তাই যদি এমন কোন অ্যাপ অাপনার মোবাইলে থেকে থাকে তবে এখনি উচিত হবে সেগুলো ডিলিট করা।



এইচ অ্যান্টিভাইরাস সিকিউরিটি : এই অ্যাপটিও যদি আপনার ফোনে থেকে থাকে তবে এখনি তা ডিলিট করা উচিত। অ্যাপটি ইতোমধ্যে অন্তত ৫০ লাখবার ডাউনলোড হয়েছে।

গেইম চিকস : ছোটদের গেইম গেইম চিকস আপনার সবধরণের তথ্য হাতিয়ে নিতে পারে। তাই এটিও ফোনে রাখা ঠিক হবে না।

কিউআর কোড ফ্রি স্ক্যানার : ১০ লাখ বারের মতো ডাউনলোড হয়েছে কিউআর কোড ফ্রি স্ক্যানার অ্যাপটি।

ক্লিন ভাইরাস বুস্টার: অ্যাপটি প্লে স্টোর থেকে অন্তত ৫০ লাখবার ডাউনলোড হয়েছে। এটি ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি।

অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাস ক্লিন : অ্যাপ দুটি প্লে স্টোর থেকে ১০ লাখ বার করে ডাউনলোড হয়েছে। এছাড়াও সুপার অ্যান্টিভাইরাস অ্যান্ড ভাইরাস ক্লিনার (অ্যাপলক, ক্লিনার) : প্লে স্টোর থেকে অ্যাপটির ডাউনলোড পরিমাণ ৫০ লাখের মতো। এটিও একইভাবে ক্ষতিকর বলে বলছে গুগল।

লাভ রোমান্স পিকচার : প্লে স্টোরে থাকা লাভ রোমান্স পিকচার অ্যাপটি যদি ফোনে নামিয়ে থাকেন তবে তা এখনি ডিলিট করে দিন।



এছাড়াও গেইম সাবমেরিন, কাট দ্যা রোপ, গেইম ট্রেন, গেইম ফ্যাটল আরব, প্লেইড বাই টু, গেইম ইয়োগি, দ্যা ওল্ড গেইম অব সালাদিন, স্মার্ট কম্পাস, বিীভন্ন ধরণের কিউআর কোড স্ক্যানার বা রিডারসহ অসংখ্য অ্যাপ যা ফোনে রাখাই ঠিক নয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top