‘উড়ন্ত ট্যাক্সি’! রোলস রয়েস কোম্পানি আনতে যাচ্ছে


প্রকাশিত:
১৬ জুলাই ২০১৮ ১৩:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৬

‘উড়ন্ত ট্যাক্সি’! রোলস রয়েস কোম্পানি আনতে যাচ্ছে

গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান রোলস রয়েস এমন এক ধরণের ইঞ্জিন তৈরি করছে যা ব্যবহার করে আগামী দশকের মাঝেই রাস্তায় নামবে ‘উড়ন্ত ট্যাক্সি’। খবর বিবিসি অনলাইন। 



ব্রিটিশ এই কোম্পানি জানিয়েছে, তাদের এই ট্যাক্সি ৪-৫ জন মানুষ বহন করতে পারবে এবং হেলিকপ্টারের মত উড়তে পারবে। একে বলা হচ্ছে ‘ইলেকট্রিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ইভিটিওএল) পরিবহন। এই ট্যাক্সি ৫০০ মাইল পর্যন্ত উড়তে পারবে ঘণ্টায় ২৫০ মাইল বেগে।



রোলস রয়েসের এই ইভিটিওএল যানে গ্যাস টারবাইন প্রযুক্তি ব্যবহার করে ছয়টি ইলেকট্রিক প্রপালসর চালানো হবে। হেলিকপ্টারের মত পাখা থাকলেও তার শব্দ অনেক কম হবে। পাখাগুলো ৯০ ডিগ্রী পর্যন্ত ঘুরতে পারবে, ফলে সাধারণ হেলিকপ্টারের মতোই তা উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। তা যে কোনো এয়ারপোর্ট এবং হেলিপ্যাড ব্যবহার করতে পারবে।



অনেক কোম্পানিই উড়ন্ত যান তৈরির চেষ্টা করছে। তাদের সাথে যোগ দিলো এবার রোলস রয়েস।  যুক্তরাজ্যের ফার্নবরো এয়ারশো প্রদর্শনী উপলক্ষ্যে নিজেদের উড়ন্ত ট্যাক্সির এই পরিকল্পনা প্রকাশ করেন রোলস রয়েসের ইলেকট্রিকাল টিমের প্রধান রব ওয়াটসন।  তিনি বলেন, ‘২০২০ সালের মাঝে এই মডেল বাজারে ছাড়া হতে পারে।’



রোলস রয়েস এ পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হিসেবে অন্যান্য কোম্পানির সাথে কাজ করবে।  মূলত এয়ারফ্রেম মেকার এবং ইলেকট্রিকাল সিস্টেম তৈরির জন্য অন্য কোম্পানির সাহায্য নেবে তারা।



অনেক বছর ধরেই বিজ্ঞান কল্পকাহিনীর অংশ হয়ে আছে উড়ন্ত যানবাহন। তবে রোলস রয়েস এয়ারবাস, উবার, কিটি হক- এ কোম্পানিগুলো সেই কল্পনাকেই বাস্তবে রূপ দেবার পরিকল্পনা করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top