সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


লুইসের সেঞ্চুরি ও শেষ ওভারের জয়ে সিরিজ উইন্ডিজের


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ২০:৩১

আপডেট:
১৭ মে ২০২৪ ১২:০১

 

এই প্রথম আইসিসি ওয়ানডে সুপার লিগে সিরিজ জয়ের স্বাদ পেলো ওয়েস্ট ইন্ডিজে। ২০১৪ সালের পর ওয়ানডেতে টানা ২ জয়ের রেকর্ড ছিল না। ৭ বছর পর সেই স্বাদটা পেলো ক্যারিবিয়রা। লুইসের সেঞ্চুরি ও শেই হোপের সঙ্গে দুর্দান্ত উদ্বোধনী জুটির পর সহজ হয়ে পড়া ম্যাচকে কঠিন বানিয়ে শেষ পর্যন্ত তারা জয়ের দেখা পেল শেষ ওভারে।

শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩১ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। হাতে তখনও ৬ উইকেট। ৪৮তম ওভারের প্রথম বলেই নুয়ান প্রদিপকে ছক্কা হাঁকান ফাবিয়ান অ্যালেন। পরের বলেই অ্যালেনকে সাজঘরের পথ ধরান প্রদিপ। তবে নিকোলাস পুরান ওই ওভারেই তুলে নেন আরো ১২ রান। ম্যাচের শেষ ওভারটাও প্রদিপকে দিয়ে করান লঙ্কান অধিনায়ক করুনারতে। ৬ বলে ৯ রানের সমীকরণে শুরুটা ডট বলে করেন প্রদিপ। পরের তিন বল থেকে ৯ রান তুলে নিয়ে উইন্ডিজকে দারুণ জয় এনে দেন পুরান। ৩৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ২টি করে উইকেট নেন থিসারা পেরেরা ও নুয়ান প্রদিপ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top